Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগোলিক অবস্থান

মাটিরাঙ্গা ইউনিয়নের ভৌগোলিক অবস্থানঃ এ ইউনিয়নের উত্তরে বেলছড়ি ইউনিয়ন; পূর্বে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নখাগড়াছড়ি সদর ইউনিয়নমহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়ন ও গুইমারা উপজেলার গুইমারা ইউনিয়ন; দক্ষিণে গুইমারা উপজেলার গুইমারা ইউনিয়ন ও মাটিরাঙ্গা পৌরসভা; দক্ষিণ-পশ্চিমে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়ন ও রামগড় ইউনিয়ন এবং উত্তর-পশ্চিমে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।

 

এ ইউনিয়নের আয়তন: ৪১.৫০ বর্গকিলোমিটার (১০,৭৪৯.৭৮ একর) এবং ওয়ার্ড ভিত্তিক জনসংখ্যা

ক্রমিক নং ওয়ার্ড নং নারী পুরুষ মোট লোকসংখ্যা
৯৭৩ ৯৯২ ১৯৬৫
৮৭৫ ৮৪৫ ১৭২০
৭৬৫ ৭৬৩ ১৪৯৪
১১১৮ ১১৪৫ ২২৬৩
৪১৯ ৫৬০ ৯৭৯
১০৩৩ ১০৪১ ২০৭৪
৯৩২ ৯৭৯ ১৯১১
৭৫৩ ৮১৬ ১৫৬৯
৯৬৫ ৯৯৬ ১৯৬১
  সর্বমোট ৭,৯৩৩ ৮,১০৭ ১৬,০৪০

 

এ ইউনিয়নে বিভিন্ন জাতিসত্তার মানুষ রয়েছে, যেমন- মুসলিম, ত্রিপুরা, চাকমা, মারমা, সাঁওতাল ইত্যাদি। এখানে ত্রিপুরা ও সাঁওতাল হিন্দুধর্মের অনুসারী, চাকমা এবং মারমা বৌদ্ধ ধর্মের অনুসারী হয়ে থাকেন। এ ইউনিয়নে বিভিন্ন শ্রেণির পেশায় কর্মরত মানুষের বসবাস রয়েছে, কেউ চাকুরি, কেউ ব্যবসা, কেউ রাজনীতি সংগঠনের সাথে সম্পৃক্ত, কেউ দিন মজুর, কেউবা জুমচাষী এবং কেউবা নিজ কৃষিক্ষেত্রে কাজ করে জীবন-জীবিকা নির্বাহ করে থাকে।