মাটিরাঙ্গা ইউনিয়নের ভৌগোলিক অবস্থানঃ এ ইউনিয়নের উত্তরে বেলছড়ি ইউনিয়ন; পূর্বে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়ন, খাগড়াছড়ি সদর ইউনিয়ন, মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়ন ও গুইমারা উপজেলার গুইমারা ইউনিয়ন; দক্ষিণে গুইমারা উপজেলার গুইমারা ইউনিয়ন ও মাটিরাঙ্গা পৌরসভা; দক্ষিণ-পশ্চিমে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়ন ও রামগড় ইউনিয়ন এবং উত্তর-পশ্চিমে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।
এ ইউনিয়নের আয়তন: ৪১.৫০ বর্গকিলোমিটার (১০,৭৪৯.৭৮ একর) এবং ওয়ার্ড ভিত্তিক জনসংখ্যা
ক্রমিক নং | ওয়ার্ড নং | নারী | পুরুষ | মোট লোকসংখ্যা |
১ | ১ | ৯৭৩ | ৯৯২ | ১৯৬৫ |
২ | ২ | ৮৭৫ | ৮৪৫ | ১৭২০ |
৩ | ৩ | ৭৬৫ | ৭৬৩ | ১৪৯৪ |
৪ | ৪ | ১১১৮ | ১১৪৫ | ২২৬৩ |
৫ | ৪ | ৪১৯ | ৫৬০ | ৯৭৯ |
৬ | ৬ | ১০৩৩ | ১০৪১ | ২০৭৪ |
৭ | ৭ | ৯৩২ | ৯৭৯ | ১৯১১ |
৮ | ৮ | ৭৫৩ | ৮১৬ | ১৫৬৯ |
৯ | ৯ | ৯৬৫ | ৯৯৬ | ১৯৬১ |
সর্বমোট | ৭,৯৩৩ | ৮,১০৭ | ১৬,০৪০ |
এ ইউনিয়নে বিভিন্ন জাতিসত্তার মানুষ রয়েছে, যেমন- মুসলিম, ত্রিপুরা, চাকমা, মারমা, সাঁওতাল ইত্যাদি। এখানে ত্রিপুরা ও সাঁওতাল হিন্দুধর্মের অনুসারী, চাকমা এবং মারমা বৌদ্ধ ধর্মের অনুসারী হয়ে থাকেন। এ ইউনিয়নে বিভিন্ন শ্রেণির পেশায় কর্মরত মানুষের বসবাস রয়েছে, কেউ চাকুরি, কেউ ব্যবসা, কেউ রাজনীতি সংগঠনের সাথে সম্পৃক্ত, কেউ দিন মজুর, কেউবা জুমচাষী এবং কেউবা নিজ কৃষিক্ষেত্রে কাজ করে জীবন-জীবিকা নির্বাহ করে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস