মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্যানেল-১ এর দায়িতব পালন প্রসঙ্গে বিশেষ সভার কার্যবিবরণী
সভাপতি : চন্দ্র কিরণ ত্রিপুরা, চেয়ারম্যান প্যানেল-১, ৬নং মাটিরাঙ্গা ইউপি, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
সভার তারিখ ও সময় : ১৪/০১/২০২১ খ্রি:। রোজ- বৃহষ্পতিবার, সকাল ১১.০০ ঘটিকা।
সভার স্থান : ইউ,পি সম্মেলন কক্ষ।
সভায় উপস্থিত সন্মানিত সদস্য বর্গের নামের তালিকা ও স্বাক্ষর পরিশিষ্ট ‘‘ক’’তে প্রদর্শিত হলো (স্বাক্ষরের ক্রমানুসারে)।
সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরম্ন করেন। অত:পর সভায় নিমণবর্ণিত আলোচ্যসূচির উপর আলোচনাক্রমে সিদ্ধামত্ম সমূহ গৃহীত হয়।
ক্র.নং |
আলোচ্য বিষয় |
আলোচনা |
সিদ্ধান্ত |
বাস্তবায়নকারী |
০১. |
জনাব চন্দ্র কিরণ ত্রিপুরা, (ইউ,পি, সাধারণ সদস্য, ওয়ার্ড নং- ০২, মাটিরাঙ্গা ইউ,পি) চেয়ারম্যান প্যানেল-১ এর দায়িতব পালন প্রসঙ্গে। |
সভায় প্যানেল চেয়ারম্যান-১ এর দায়িতব পালন প্রসঙ্গে আলোচনা করা হয়। আলোচনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর ১০ ডিসেম্বর ২০২০খ্রি. তারিখে জারীকৃত প্রজ্ঞাপন নং-২৯.০০.০০০০.২১৪.০১.২২৪.১৮-১৫৪ মোতাবেক জনাব হিরন জয় ত্রিপুরা, (চেয়াম্যান, মাটিরাঙ্গা ইউ,পি,) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অমত্মবর্তীকালীন পরিষদ পূনর্গঠনে ‘‘সদস্য’’ পদে নিয়োগ প্রাপ্ত হওয়ায় উক্ত পদে যোগদানের জন্য স্বেচছায় গত ১৩/১২/২০২০খ্রি. তারিখ পূর্বাহ্নে পদত্যাগ করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর ৩৫(২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে মাননীয় উপজেলা নির্বাহী অফিসার, মাটিরাঙ্গা উপজেলা, খাগড়াছড়ি পার্বত্য জেলা মহোদয় কর্তৃক গত ১৩/১২/২০২০খ্রি. তারিখে অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূণ্য ঘোষণা করা হয়। যার বিজ্ঞপ্তি নং-০৫.৪২.৪৬৭০.০০৪.০০.০৭২. ২০-২৭৩৪ তারিখ: ১৫/১২/২০২০খ্রি.। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর ৩৩(১) ধারা অনুযায়ী অত্র পরিষদের সভা নং-০১/২০১৬খ্রি.তারিখ: ০৫/০৯/২০১৬খ্রি. মূলে চেয়ারম্যান প্যানেল-১ নির্বাচন সংক্রামত্ম সভায় গৃহীত সিদ্ধামত্ম অনুযায়ী ইতোপূর্বে নির্বাচিত চেয়ারম্যান প্যানেল-১ জনাব চন্দ্র কিরণ ত্রিপুরা পিতা: ধরেন্দ্র লাল ত্রিপুরা, ইউ,পি সদস্য, ওয়ার্ড নং-০২ তাঁর দায়িতব পালনে সম্মতি থাকায় বিসত্মারিত আলোচনা করা হয়। |
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর ৩৩(১) ধারা অনুযায়ী অত্র পরিষদের সভা নং-০১/২০১৬খ্রি.তারিখ: ০৫/০৯/২০১৬খ্রি. মূলে চেয়ারম্যান প্যানেল-১ নির্বাচন সংক্রামত্ম সভায় গৃহীত সিদ্ধামত্ম অনুযায়ী ইতোপূর্বে নির্বাচিত চেয়ারম্যান প্যানেল-১ জনাব চন্দ্র কিরণ ত্রিপুরা পিতা: ধরেন্দ্র লাল ত্রিপুরা, ইউ,পি সদস্য, ওয়ার্ড নং-০২ তাঁর দায়িতব পালনে সম্মতি থাকায় অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্যানেল-১ হিসেবে দায়িতব পালন করার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। |
চেয়ারম্যান প্যানেল-১ ও ইউ,পি সচিব, অত্র পরিষদ।
|
০২. |
সরকারি বিভিন্ন দপ্তরে ও ব্যাংক হিসাব পরিচালনার জন্য চেয়ারম্যান প্যানেল-১ এর নমুনা স্বাক্ষর প্রেরণ প্রসঙ্গে। |
সরকারি বিভিন্ন দপ্তরে ও ব্যাংক হিসাব পরিচালনার জন্য চেয়ারম্যান প্যানেল-১ এর নমুনা স্বাক্ষর প্রেরণ প্রসঙ্গে স্ববিসত্মার আলোচনা করা হয়। |
ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাব সমূহ পরিচালনার জন্য সরকারি বিভিন্ন দপ্তরে ও ব্যাংক সমূহে চেয়ারম্যান প্যানেল-১ এর নমুনা স্বাক্ষর অতি সহসায় প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধামত্ম গৃহীত হয়। |
চেয়ারম্যান প্যানেল-১/ ইউ,পি সচিব, অত্র পরিষদ/ ব্যবস্থাপক, সোনালী ব্যাংক লিঃ/ কৃষি ব্যাংক, মাটিরাঙ্গা শাখা। |
০৩. |
বিবিধ। |
পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনায় উপস্থিত সদস্যদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করে সভাপতি বলেন যে, যেহেতু আমরা সবাই নির্বাচিত জনপ্রতিনিধি হই। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ অনুযায়ী পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য আলোচনা করা হয়। |
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ অনুযায়ী পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সকল সদস্যদের সহযোগিতা প্রদানের আশ্বাষ ব্যক্তক্রমে সিদ্ধামত্ম গৃহীত হয়। |
ইউ,পি সদস্য সকল। |
অত:পর সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
স্বাক্ষরিত/: সভাপতি মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদ মাটিরাঙ্গা, খাগড়াছড়ি পার্বত্য জেলা। |
স্মারক নং-মাটি/ইউপি/ক(৪)/২০২০-০৪ তারিখ: ১৭/০১/২০২১খ্রি:।
অনুলিপি: সদয় অবগতি/অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো।
১। জেলা প্রশাসক, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
২। উপ-পরিচালক, স্থানীয় সরকার, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
৩। উপজেলা নির্বাহী অফিসার, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
৪-৫। ব্যবস্থাপক, সোনালী ব্যাংক লিঃ/কৃষি ব্যাংক, মাটিরাঙ্গা শাখা।
৬। জনাব/মিজ.................................... মাটিরাঙ্গা, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
৭। অফিস কপি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস